বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

শাদা

আমার এক বন্ধু ছিল নতুনের মতো সাদা।
শাদা বক উড়ে গেলে সকাল-দুপুর-সন্ধ্যার কফিনে জমা হয় একগুচ্ছ মায়া।

মায়া তো প্রাইমারি স্কুলের হেড স্যার যিনি আমাকে ভয় দেখিয়েছেন। ফেল করার ভয়। তিনি আমাকে বলেছেন--
বাবু, দৈনিক আট ঘণ্টা পড়ো, তা না হলে তুমি পাশ করতে পারবে না।

পাঠ্যসূচির কঙ্কালে আমি আট ঘণ্টা করে চোখ রাখতে পারিনি স্যার,
সরি স্যার আমি পারিনি। আমি কিন্তু স্যার পাশ করেছি।
শুধু কি পাশ?
অনেক বিখ্যাত পাশ জমা হয়েছে আমার কঙ্কাল মার্কা নাম্বারের পাতায়। বুজুর্গ ভয় আমার কোনো কাজেই আসেনি।

আমার এক বন্ধু ছিল কাফনের মতো সাদা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন