শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

শিশুর মতো

আমি তাকে শিশুর মতো ভালোবাসি। আর সে আমাকে জ্ঞানীর মতো বিবেচনা করে। ভালোবাসতে ভালোবাসতে আমি আরো শিশু হয়ে যাই। আর সে হয়ে যায় কিতাবুল মুফতি। হযরত মুফতি আমাকে ফতুয়া দেয় আমি নাকি কাফের।
কসম খোদার এই কাফেরের হৃদয়ে প্রেমের যে খুশবু তা মালাকাত- মান্দে তন্নতন্ন করেও খোঁজে পাওয়া যাবে না।

সেও জয় হল, আমিও জয়ী

সে জেনেছে সূর্য একটি আলোকপিণ্ড, আর আমি উপলব্ধি করতে পেরেছি সূর্য এক ছায়ায় অপভ্রংশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন