রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

স্মৃতির রামধনু


কথা ও সুর : এমরানুর রেজা

    নরসিংদীর এই পলাশ
    আর সেই দিনকার কথা
    পুকুর গায়ে হাঁসের হেসে চলাফেরা,
  সবই আছে ঠিকঠাক
  কেবল তুমি নেই আশপাশ ।।

বলেছিলে সেইদিন আমার মতো পাগল       জীবনেও আসেনি
পাগলামিটা এখন আমার অঙ্গা-অঙ্গি সাথি
আমাকে কেবল ভুলে গিয়ে তুমি ভীষণ ভীষণ খুশি।।

তোমার মতো আমিও ভুলে একদিন যাবো
রূপ নারায়ণের কূলে তোমাকে খুলে খুলে দেখব
মনে রেখো সেইদিনও আমি আজকের মতো সত্য।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন