চোখ কত কিছু দেখে! দেখে না কেবল নিজেকে। সে মরে যাবে কিন্তু জানবেনা তার শরীরখানা কেমন। কালো কালো, নাকি মাজা মাজা। তার কী কান নেই? হয়তো নেই। থাকলে অবশ্যই সে শোনত আল্লামা সক্রেটিসের অমরবাণী "নিজেকে জানো "। দেখার সাথে জানার, জানার সাথে দেখার মিউচুয়াল সম্পর্ক। কেননা ব্রহ্মাণ্ডতো ভাসমান সিনেমা। চোখ তার দর্শক। একই দৃশ্যের বার বার প্রবেশ-প্রস্থানের ফলে চোখ মুখস্থ করে সিকোয়েন্স; সিকোয়েন্সের হাত ,পা ,নখ। কেবল অপঠিত থেকে যায় নিজের শরীরদৃশ্য।
আহারে! পৃথিবীর জন্ম যে চোখে সে তার দৃশ্যইতিহাস জানে না!!
আহারে! পৃথিবীর জন্ম যে চোখে সে তার দৃশ্যইতিহাস জানে না!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন