রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

পাতার মরণ

আমার পৃথিবী পাতা নয়
পাতার শিরা-উপশিরা কিংবা পেরিফেরাল পুলক অথবা চোখের পাতা আর চোখের দূরত্বের মতো ছোট
কাহ্ন পার গুরুশাস্ত্রে ভক্তি নেই শ্রীরাম
নিজের মনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করি
গুরু -শিষ্য আমার ইচ্ছার এপিঠ -সেপিঠ
তবু ঝড়ো হাওয়া তুমি আশ্রয় নিলে এই জীবের ডানায়
আমাকে জানলে তুমি কানায় কানায়
আশা দিলে নিয়ে যাবে স্বপময় শুন্যদেশে
শুন্য হয়ে গেলাম, স্বপ্ন আসেনি
ঝড়ো হাওয়া চলে গিয়ে ভুল করোনি
ক্ষুদ্র জীবন, কষ্ট আর কত বড়!
ও সাথী আমার দেখে যেও পাতার মরণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন