বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

ইতিহাস এক নর্থপোল

রুমের ভেতর ঘর আঁকি
মনের ভেতর ছবি
কল্পনায় ব্লাকধোঁয়া
রক্তস্রোতে কবি
ইতিহাস একটুর উপরে আধটুকু অলস। তোমার পাশে কাঁটাবন রাখবেনা। তুমি হবে কাঁচালেবু মসৃণ। অ্যাপোলো,  চোখ রাঙালে কেন? প্রেমের মরা জলে ডুবে না। জ্বল এবার, ড্যাফনি ফিরেও তাকাবে না। কিউপিডের ধনুক তেল মাখে না।রক্তচোষা চিবুক ফুলিয়ে চলে। ইতিহাস মানে  জলস্রোত কবি, নারীভোলানো ছবি, আমার উপর তোমার হাত, কল্পনার রবি।
তবু আমি রক্তস্রোতে কবি
শুষ্ক পাথরে প্রেমের নবী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন