বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

তাবিজ

মহানগর গোধূলী চলছে। দরজার পাশে দাঁড়ানো  রেবের কোম্পানি কমান্ডার আনোয়ার। তার সিট ভৈরব পর্যন্ত বৈধ। ভৈরবের স্টেশনে তার সিট দখল করে  টিকেটধারী যুবক। যুবক সিটে হেলান দিয়ে চোখের দরজা বন্ধ করে। অফিসার দরজার পাশে গিয়ে দাঁড়ায়।
ছেলেটি সিট পেয়েও দাঁড়ানো । মহানগর নরসিংদীর কাছাকাছি। ছেলেটি আনোয়ারকে আচমকা  জিজ্ঞেস করলেন --
'আপনার মনে হয় পৃথিবীতে বৈষম্য আর বেশি দিন থাকবে না?"
বিমান বাহিনী থেকে কেডেটপ্রাপ্ত অফিসার বলল
 'তা সম্ভব না। বৈষম্য থাকবেই।'
 ছেলেটি বলল 'থাকবে না!  প্রমাণ চান।'
অফিসার  হাসল। ছেলেটি তার হাতে টিকেট তুলে দিল। টিকেট নাম্বার ঢ 23। বললেন একটু আগেও আপনি জানতেন না, আপনি সিটে বসে যাবেন। বিশ্বাসী হোন,  পৃথিবী আপনার প্রতি বিশ্বস্ত হবে।
অফিসার ছেলেটিকে বলল
তাহলে আপনি
আমি নরসিংদী নেমে যাব
ট্রেন তো চলছে
ছেলেটি তখন লাফ দিল। এবং মাটিতে পা রেখে চিৎকার করে বলল
"সাহসী হোন, পৃথিবী বদলে যাবে "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন