শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

জানে

কাতিকমাইয়া বৃষ্টি সাপের মতো সুড়সুড়ি তুলে মনের শরীরে, চোখের প্রান্তিক এলাকায় নেমে আসে ক্লান্তির ভায়া, মায়া তো চামার বাড়ির অনিলের বাবার মতো হাসি মুখে কথা বলা লোক-- শান্তির ঘরে অপরাধী মদের আসর জমে, অলস লোক অযথা শান্তি খোঁজে, অযথা মদের পেয়ালা সাজানোর লোকাগমের কমতি নেই এমন কাতিকমাসা ঘরে-- সাতদিন ধরে কাতিককন্যা নাইওর যাইবো বাপের বাড়ি, পাঁচদিন ধরে ফেরত আইবো তাইনের ঘরে, এখনই সময় পুরাতন গাতা ছেড়ে নতুন গাতায় যৌবন ডুব দেবার, অনিয়মও মাঝেমধ্যে বড় বেশি নিয়মের দাবি রাখে আপনে পরে ঘরে বাইরে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন