শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

মানে

গাছের সাথে যখন ফলের সম্পর্ক থাকে না তখন সেই ফল প্রানীর কাজে আসে, ফলমাংসের সাথে যখন বীজের সম্পর্ক থাকে না তখন সেই বীজ পৃথিবীর কাজে নামে, বীজের কাছ থেকে যখন বীজমূল আলাদা সংসার করে তখন তা জীবনের কাজে আসে।

মৃত্যু এক জীবনমুখী ভ্রমনের নাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন