সৌন্দর্য পড়ে আছে নক্ষত্র পতনের মতো। হাসিটা ঠিক হাসি নয়, একগুচ্ছ পাহাড়ি অন্ধকার, চায়ের কাপে নেমে আসা আলুতালু দৃষ্টির ক্যাপ-- যারা আছে তারা থাকে, যারা গ্যাছে তারাও আছে-- হৃদয়ের কোনো কৃপনতা নেই, হৃদয় অদেখার মতো অনেক দৃশ্য, অজানার মতো অসীম। হাসি আর মৌনতার কাছে মুরিদ হয়েছি বারংবার-- বলতে চাই ওয়া ক্যান আছো-- জীবন একটাই-- অচেনা বলে কোনো কথা নেই -- চলে আসো যেমন করে আসার ইচ্ছাটা থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন