বুঝতে হয়েছিল আমার, বুঝতে হয়েছিল তোমাদের, নদীর বুকেও জমা থাকে বন্য কিছু আবেগ, আলেয়া ঘুড়ির সাথে নাটাই ছেড়েছে গতকাল আজ আর আগামীকালের সম্পর্ক, সুতা আছে আপন সুখে বেশ, নাটাই আছে বিশ্রামে, ঘুড়ি হালি হমানে উড়ে হমানে উড়ে, দূরত্ব সুতার সংসারে একমাত্র মনের, মন তো ভালোই থাকে কাদায় কিংবা জলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন