সোমবার, ২৩ মার্চ, ২০১৫

সমতুল্য

পৃথিবী আজ ছোট হয়ে এল। বড় হয়ে গেল দায়িত্ববোধ, স্রোতের ধারাবাহিক জীবন। জীবনকে দেখেছিলাম মেঘের মাথায়। বৃষ্টিতে হলো তার আত্মহত্যা। আত্মহত্যা মানেই তো জীবন। ঝড়ো হাওয়া বদলে দিতে পারেনা মেঘের জীবন। মেঘ মরবেই। মরণ তার নিয়তি। ভাসমান নিয়তি নরকের মতো আরামদায়ক, জ্বলে জ্বলে নতুন জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন