মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

আমার পৃথিবী

নদীতে জোয়ার আসে, ভাটা আসে নদীতেই। জোয়ার- ভাটা জলের খেলা। নদীতে জলের কলোনি। নদী মেনে চলে জলের উপনিবেশ।
জল ছাড়া নদী হয় নাকি?
তুমি ছাড়া আমি?
পৃথিবীর বিভব শুন্য জানার পরও পৃথিবী নয়,  তুমি আমার পৃথিবী, আর আমি মুক্ত ধনাত্মক আধান, আধখানা জলের মতো ঘুরাফেরা করি নদী থেকে সাগর, সাগর থেকে নদী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন