সূর্য পড়ছে পৃথিবীতে। পতিত সূর্য পৃথিবীর ঘাস। চোখ অফ করে সূর্য দেখি, অন করে দেখি ঘাসের খেলা। সূর্য আর পৃথিবীর মধ্যমণি আমাদের `মা'। মা ঘাস কাটছে অন্য এক মায়ের জন্য। ঘাসেরও যে কিছু কথা আছে, আছে কিছু পোষমানা ব্যথা-- মা তা কোনোদিন জানতে চায়নি। মা কেবলই জন্মখেলার উপকরণ, উপাদান। উপকরণ, উপাদানের প্রায়োগিক আবেদন বদলাপুরে গেলেও `মা' কথাটা মায়ের মতোই। মা থেকে আমি, আমাকে নিয়ে আমরা, আমরা থেকে প্রাণিসভা, প্রাণ যেখানে প্রাণের খাবার।
এইভাবেই পৃথিবী এক অটোক্যাড সাম্রাজ্য, মানুষ এক প্রাদেশিক কসাই।
এইভাবেই পৃথিবী এক অটোক্যাড সাম্রাজ্য, মানুষ এক প্রাদেশিক কসাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন