শনিবার, ২৮ মার্চ, ২০১৫

বন্ধু তোমায় রেখে গেলাম

তোমায় বন্ধু রেখে গেলাম বকুলবিথীর তলে
তোমায় বন্ধু স্নান করালাম মনের গহীন জলে।।

দেবদারুর সেই বোধিবৃক্ষ জোছনা রাতের কথা
দুটি দেহ এক হয়েছে ঝড়ে গেছে ব্যথা
ঝড়ে  যাবে শত যত কালিমামাখা শোক
চোখে চোখে চোখটি তোমার খুঁজে পাবে সুখ।।

সাইকেল চলে আজো আমার
পেছনে তুই তো নাই
কেউ বলে না ``দেখুন, দেখুন -- ছায়ার নৌকো যায়।।

সকাল- সন্ধ্যা তুমি বন্ধু আমার কল্পনা
ভাবোল্লাসে তুমি বন্ধু আমার প্রেরণা
সুখে থেকো সবুজ পাতায় আমার জল্পনা
মনে রেখো এই আমারে আমার সাধনা।।

সুরকথা : এমরানুর রেজা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন