সোমবার, ১৬ মার্চ, ২০১৫

12032015

জানালার পাশে রাস্তাটি খোলা। মন খুলে বসে আছি। সাইকেলের স্বভাবসুলভ শব্দ হলেই চোখ মেলে তাকাই। এই বুঝি তুমি এলে। একের পর এক সাইকেল আসে, আসে সাইকেলের দোটানা শব্দ। ধীরে ধীরে রাস্তাটি নগ্ন হয়ে উঠে, চেয়ে থাকার মগ্নতা বাড়ে, আরো বেড়ে চলে। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, রাত থেকে আবারো সকাল। জানালাটি নিসঙ্গ একা। জানালার মন আর আমার নিষ্কাশিত চোখ মিলেমিশে একাকার।চোখ, জানালা আর সেই রাস্তাটি অপেক্ষার চিহ্ন বহন করে যাবে চিরকাল।
ভালোবাসার উদোম আকাশ
বেদুম হাওয়ায় চলে
অলস দুপুর ক্লান্ত হলে
শান্তি নাহি মিলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন