মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

সময়

সূর্যপৃথিবীতে সকাল, সন্ধ্যা, রাত আসে চক্রাকারে। মনের পৃথিবীতে জাগতিক সময়ের স্থান নেই। মনের পৃথিবীতে ফুলের মতো নীরব এক প্রতিনিধি আছে। সেই প্রতিনিধির নাম অনুভূতি। অনুভূতি জলের মতো বহমান, যে জল মূলের দিকে ছুটে চলে অবিরাম।

Day, night, morning is always in the arena of the sun. Mind is out of time temple. In the garden of mind a silent representative like the child beauty of flowers is found. The representative known as feelings . Feelings  follows on water level, water level goes for the root, root of the origin. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন