বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

বৃষ্টির সাথে

চেয়েছিলাম বাসা
দিয়েছ আশা
আশা দেয়া খুব সহজ,
খামখেয়ালি ভাষা বিনিয়োগ, দুই চারটি বিশ্বাসযোগ্য চোখের পলক,
তাইনা?
আয়নায় ঝুলে থাকা আকাশের পাখি হলে, আমাকে বানালে সোনালি ঈগল
তোমার মোমালি রুমের অংশ তো চাইনি
পশু পালনের স্যাতস্যাতে কক্ষে শরীরমাপা ঠাঁই হলেই হতো
ঠাঁই হলো ঘামের ঘরে, দূর্বাঘাসে

বাস্তবতা :

পশু- পাখি, মানুষ ঘুমায় রুমের বিত্তে একসাথে
আমি ঘুমাই সূর্যনেতা বৃষ্টির সাথে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন