পৃথিবীটা জলে পরিপূর্ণ। সবদিকে জলের দাপট। তাইতো মনের মূল্য নেই। মন তো লোহার মতো গলে গিয়েও জলে ভাসে না। জলের আশায় মন কাঁদে না। তবু জল আসে। মনের পাশে বসে। মন তো ইদু কাহার বিড়ি না, চাইলেই পাওয়া যায়। মন চায় মনের আরাধনা। মনটা যদি বাষ্প করা যেত বাতাস হয়ে আকাশের সাথে গোপন অভিসার হতো।
আসলে মনটাই পাগল। গণিকার পুরুষের মতো তার ঘটে রদ-বদল --
পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে!
আসলে মনটাই পাগল। গণিকার পুরুষের মতো তার ঘটে রদ-বদল --
পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন