বেলুন বাতাসে হেলে দোলে
তার যা যা ছিল তা তা আছে, তা তাই থাকবে-- কৌমার্য আইলের ভাঁজ, কচি লাউয়ের আগায় সবুজের সমাহার
শান্ত, সমাহিত সাগর শুধু অস্থির, অস্থির হয়
সময়ের মতো প্রলম্বিত তার কামনার সার্কাস
শুষ্ক নদীর কূল তখন রসালো খাবার
নদীর কূল ভাঙে,
চিরকালীন সফেন পড়ে থাকে জলের ক্লান্ত চেহারায়
ক্লান্ত পথিক স্থিতিস্থাপক, সময়ের সাবান সমাধান
যে ঠোঁট অধরকে লাফিয়ে ধরে, সেই ঠোঁট ক্ষয়ে যায়
বেলুন বেলুনই থাকে, সাগর শুকিয়ে যায়
তার যা যা ছিল তা তা আছে, তা তাই থাকবে-- কৌমার্য আইলের ভাঁজ, কচি লাউয়ের আগায় সবুজের সমাহার
শান্ত, সমাহিত সাগর শুধু অস্থির, অস্থির হয়
সময়ের মতো প্রলম্বিত তার কামনার সার্কাস
শুষ্ক নদীর কূল তখন রসালো খাবার
নদীর কূল ভাঙে,
চিরকালীন সফেন পড়ে থাকে জলের ক্লান্ত চেহারায়
ক্লান্ত পথিক স্থিতিস্থাপক, সময়ের সাবান সমাধান
যে ঠোঁট অধরকে লাফিয়ে ধরে, সেই ঠোঁট ক্ষয়ে যায়
বেলুন বেলুনই থাকে, সাগর শুকিয়ে যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন