সোমবার, ১৬ জুন, ২০১৪

ঘুম এক মৃত্যুর নাম

ঘুম প্রকৃতির মতো প্রশান্তিদায়ক। ছোট্ট মৃত্যুর কাছারিঘর। ঘুমিয়ে যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া। প্রতিদিন ফ্রেসভাবে ঘুমানো  মানে  ফ্রেসভাবে অজ্ঞান হয়ে যাওয়া। যতই সময় যাচ্ছে ততই চিরস্থায়ী ঘুমের দিকে এগিয়ে যাচ্ছি, চিরস্থায়ী প্রশান্তির দিকে রওয়ানা হচ্ছি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন