মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

মৃত্যু

মৃত্যু আমার জন্য ছয়তলায় অপেক্ষা করে। আমি চারতলায় উঠে পরি। চারতলায় উঠে দেখি দুই ও তিন তলায় ব্যাপক বৈষম্য চলতেছে, আর নিচতলায় চলতেছে অরাজকতা। তখন মৃত্যুকে বলি " থামো" -- দুইতলা এবং তিনতলার বৈষম্য একেবারে নির্মূল না করা পর্যন্ত, নিচতলার অরাজকতা একেবারে শেষ না করা পর্যন্ত তোমার কোনো অধিকার নাই আমাকে ছয়তলায় ডেকে নিয়ে যাও। তাই বলছি ছয়তলা থেকে সরাসরি আসমানে চলে যাও। আমার প্রয়োজনে আমিই তোমাকে ডেকে নিবো। মৃত্যু তখন হাসে এবং কোনো এক অজানা কারনে সে প্রতিজ্ঞা করেছে পৃথিবীর শান্তির জন্য সে আমাকে সহযোগিতা করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন