এমন সুন্দর দিনে চলে এসো
এসে সুন্দর মনে হলে থেকো যেও
আসার স্বাধীনতা যেমন তোমার
চলে যাওয়ার স্বাধীনতাও তোমার
জোছনা সামনে রেখে কথা বলাবলি
বকুলের গন্ধে বর্ষামুখী
নদীতমা আকাশের ছাদ নেই জেনো
সীমানা নেই তোমার আমার
জানালাপাশে বাতাসঘর যেনো সোলেমান পয়গম্বর
তোমার হাসির পাশে হৃদয়বাহি গিটার
রাতের গভীরে মিউজিক সাতার
কলকলিয়ে বয়ে যাবে হৃদয়ে আমার
ফুলে ফুলে সুখবিতান দেহনদী পাহাড়
ভুলে যাই চলো সংবিধান
ভুলে যাক সবাই নিয়মের বানান
একটাই জীবন
এক হয়ে যাই চলো তুমি আর আমি
বাতাসে ঘুরে বেড়াই উপকারী মারী
মন্ত্রতন্ত্র থাক পরে
মন্ত্রীতন্ত্রী যাক সরে
চলো এখনি চলো
চলো যাই দূরে বহুদূরে
মানুষের ঘর থেকে
মানুষের চিন্তা থেকে আরও আরও দূরে
কলাগাছের ঘর হবে
নদী হবে আমাদের সন্তান
মাছেরা বেড়াতে আসবে আমন্ত্রিত মেহমান
এই পৃথিবী থেকে একটা কুকুর নিয়ে যাবো
কুকুরের মতো বিশ্বস্ত মানুষের পৃথিবীতে নাই আর কিছু
চলো প্রেমিক হয়ে উঠি
ফুলে মিশে যাই গন্ধ হয়ে
পরে থাক যতসব ফায়ারফক্সের কাঠি
এসে সুন্দর মনে হলে থেকো যেও
আসার স্বাধীনতা যেমন তোমার
চলে যাওয়ার স্বাধীনতাও তোমার
জোছনা সামনে রেখে কথা বলাবলি
বকুলের গন্ধে বর্ষামুখী
নদীতমা আকাশের ছাদ নেই জেনো
সীমানা নেই তোমার আমার
জানালাপাশে বাতাসঘর যেনো সোলেমান পয়গম্বর
তোমার হাসির পাশে হৃদয়বাহি গিটার
রাতের গভীরে মিউজিক সাতার
কলকলিয়ে বয়ে যাবে হৃদয়ে আমার
ফুলে ফুলে সুখবিতান দেহনদী পাহাড়
ভুলে যাই চলো সংবিধান
ভুলে যাক সবাই নিয়মের বানান
একটাই জীবন
এক হয়ে যাই চলো তুমি আর আমি
বাতাসে ঘুরে বেড়াই উপকারী মারী
মন্ত্রতন্ত্র থাক পরে
মন্ত্রীতন্ত্রী যাক সরে
চলো এখনি চলো
চলো যাই দূরে বহুদূরে
মানুষের ঘর থেকে
মানুষের চিন্তা থেকে আরও আরও দূরে
কলাগাছের ঘর হবে
নদী হবে আমাদের সন্তান
মাছেরা বেড়াতে আসবে আমন্ত্রিত মেহমান
এই পৃথিবী থেকে একটা কুকুর নিয়ে যাবো
কুকুরের মতো বিশ্বস্ত মানুষের পৃথিবীতে নাই আর কিছু
চলো প্রেমিক হয়ে উঠি
ফুলে মিশে যাই গন্ধ হয়ে
পরে থাক যতসব ফায়ারফক্সের কাঠি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন