বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

তোমার কথা মনে হলে

তোমার কথা মনে আসলে
সুন্দর একটি চোখের দিকে তাকাই, চোখের উঠোন থেকে বিছান, বিছান থেকে উঠোন নিবিড় মনে পাঠ করতে  থাকি ঘন্টার পর ঘন্টা।

তোমার কথা মনে আসলে
যুবতী এক মেঘের দিকে তাকাই,মেঘের ভরাট মুখ দেখি একটানা,মেঘ উড়ে উড়ে চলে যায় পাখির বাসায়,পাখির বাসার দিকে তাকাই একটানা,পাখির বাসা দেখতে দেখতে আমিও পাখি হয়ে যায়-- তখন গভীর রাত।

তোমার কথা মনে হলে
জলের দিকে তাকাই
যে জলের ঘর নেই বাড়ি নেই রাগ নেই অভিমান নেই আছে কেবল ছুঁয়ে চলা ছুঁটে চলা।

তোমার কথা মনে ভাসলে
বিকালের রোদের দিকে হাঁটি, হাঁটতে হাঁটতে গোধূলি বর্ডার পার হয়ে চলে যায় রাতের বাড়ি।

তোমার কথা মনে আসলে
বাউলের গান শুনি "কিছুদিন মনে মনে শ্যামের পিরিত রাখ গোপনে",গান শুনতে শুনতে আমার চোখে আষাঢ় নামে।

তোমার কথা মনে আসলে
শিশুর একমাত্র রাগ দেখি, কোনো কারন ছাড়া শিশুরা রাগ করতে পারে, কোনো কারন ছাড়া শিশুরা ভালোবাসতে পারে,
শিশুর রাগে
শিশুর ভালোবাসায় ডুবে থাকি অন্তত সময়।

তোমার কথা মনে হলে
বৃষ্টির দিনে ছাতার নিচে একজোড়া কম্পন দেখি-- ভিজবে না বলেও তারা ভিজে যায়, তারপর মনভর্তি সুখ নামে তাদের,ঘোরাঘুরি করি তাদের মনের আনাচকানাচ।

তোমার কথা মনে হলে
তুমি আমি হয়ে যায়, তুমি আমার পাশের অগনিত সুন্দর হয়ে যাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন