যমুনার তীরে বসে কান্দে রাধা
মথুরার রাজা হলো কৃষ্ণ বেটা
বৃন্দাবন পথে স্মৃতিরা হাসে
কদমের ঢালে ঢালে কৃষ্ণ নাচে
শ্রীমতি রাধামন ক্যামনে বাঁচে ক্যামনে বাঁচে।।
কৃষ্ণ ভুলে গ্যাছে নীল শাড়ি জল
ভুলে গ্যাছে বৃন্দার তমালের তল
ভুলে গ্যাছে কৃষ্ণ আপনার পন
শ্রীমতি রাধামন অনল সমন।।
রাজার রাজঘরে অনাবিল সুখ
রাধার মনঘরে বিরহের সুর
কৃষ্ণ তুমি আসো রাধার ঘরে
রাধার রাজা হয়ে বাঁচাও তারে।।
মথুরার রাজা হলো কৃষ্ণ বেটা
বৃন্দাবন পথে স্মৃতিরা হাসে
কদমের ঢালে ঢালে কৃষ্ণ নাচে
শ্রীমতি রাধামন ক্যামনে বাঁচে ক্যামনে বাঁচে।।
কৃষ্ণ ভুলে গ্যাছে নীল শাড়ি জল
ভুলে গ্যাছে বৃন্দার তমালের তল
ভুলে গ্যাছে কৃষ্ণ আপনার পন
শ্রীমতি রাধামন অনল সমন।।
রাজার রাজঘরে অনাবিল সুখ
রাধার মনঘরে বিরহের সুর
কৃষ্ণ তুমি আসো রাধার ঘরে
রাধার রাজা হয়ে বাঁচাও তারে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন