আম্মা ছোট কালে আমাকে টাইফয়েডের টিকা দিয়েছিলেন যেন ছেলে তার সুস্থ থাকে কিন্তু মেরুদন্ড শক্ত হওয়ার টিকা দেননি, দিলে শিরদাঁড়া আরও শক্ত হতো।
আপনাদের সন্তানদের অবশ্যই শিরদাঁড়া যাতে শক্তিশালী থাকে সেজন্য টিকা দিবেন।
বড় প্রতিষ্ঠানে সন্তান ভর্তি হলেই ভাববেন না আপনার সন্তান বড় মানুষ হবে।
প্রতিষ্ঠান আপনার সন্তানকে অঙ্গ প্রত্যঙ্গের মানুষ করে তুলবে, বর্নের সাথে বর্নের মিলনে কেমন করে শব্দ তৈরি করতে হবে তা শেখাবে কিন্তু কখনো শব্দ ভেতরে যে শক্তি আছে, শব্দশক্তি অর্জনের মধ্য দিয়ে যে চেতনার মানুষ হওয়া যায় তা শেখানোর ভার প্রতিষ্ঠান নিবে না।
তাই আপনাকে হতে হবে টমির (টমাস আলভা এডিসন) মা যে মা জানে প্রত্যেকটি সন্তানের ভেতর রয়েছে অসীম সম্ভাবনা।
আপনাদের সন্তানদের অবশ্যই শিরদাঁড়া যাতে শক্তিশালী থাকে সেজন্য টিকা দিবেন।
বড় প্রতিষ্ঠানে সন্তান ভর্তি হলেই ভাববেন না আপনার সন্তান বড় মানুষ হবে।
প্রতিষ্ঠান আপনার সন্তানকে অঙ্গ প্রত্যঙ্গের মানুষ করে তুলবে, বর্নের সাথে বর্নের মিলনে কেমন করে শব্দ তৈরি করতে হবে তা শেখাবে কিন্তু কখনো শব্দ ভেতরে যে শক্তি আছে, শব্দশক্তি অর্জনের মধ্য দিয়ে যে চেতনার মানুষ হওয়া যায় তা শেখানোর ভার প্রতিষ্ঠান নিবে না।
তাই আপনাকে হতে হবে টমির (টমাস আলভা এডিসন) মা যে মা জানে প্রত্যেকটি সন্তানের ভেতর রয়েছে অসীম সম্ভাবনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন