রবিবার, ২৮ মে, ২০১৭

মানুষমাছ

অক্সিজেনের জলে আমরাও মানুষমাছ
খাই দাই ঘুমাই সকাল হলে অফিসে যাই
বিয়ে করে কিংবা না করে বাচ্চা বানাই
মনের ভেতর যে সাইকেল তাও চালাই
রাগ করি
অভিমান ধরি
অভিযোগ বক্সে কতিপয় কাগজ পাঠাই
নিজেকে দেখাই
নিজেকে পাঠাই
নিজেকে দেখি পাতানো আয়নায়
সকাল হলে গতরে মাখি ঔষধ বাতাস
ভোতা হতাশায় ফিরি করি রঙিন আকাশ
চোর ধরে লকাবে পাঠাই, আমিই আবার জজকোর্টে বসে ডাকাত সাজাই
এক আমি উত্তম হুজুর, দক্ষ কসাই অক্সিজেনের জলে
অক্সিজেনের কূপ মন্ডপে জলসিড়ি মাছ মানব সমাজ
ডাঙায় ওঠালে মরন তোমার
ডাঙায় ওঠলে মরন আমার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন