জলকেলি জীবন আমার নদীর ঘোমটাপরা
গ্রামের ঘরে জীবনধরা শাপলা সবুজ আকাশ তারা
ঘর থেকে ঘরে বন থেকে বনে
মন থেকে মনে তাকে খুঁজে খুঁজে হয়রান
প্রানের কোকিল প্রানে ডাকে কুহুতান
জলের কলতানে ঘুম আসে
গ্রামের ছায়ায় হাত রেখে চোখে হাঁটি অফুরান
গ্রামের ঘরে জীবনধরা শাপলা সবুজ আকাশ তারা
ঘর থেকে ঘরে বন থেকে বনে
মন থেকে মনে তাকে খুঁজে খুঁজে হয়রান
প্রানের কোকিল প্রানে ডাকে কুহুতান
জলের কলতানে ঘুম আসে
গ্রামের ছায়ায় হাত রেখে চোখে হাঁটি অফুরান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন