মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

মেঘের সাথে

পাথরেরও মন আছে শুনেছিলাম
মানুষের মন নেই দেখেছি
আমি তো হেঁটেছি
হেঁটে হেঁটে থেমেছি
থেমে থেমে শিখেছি
মানুষ এক উদ্ভুত অবিশ্বাস
জাগতিক গন্ধে আকুল ব্যকুল
হয়তো মানবিক, হয়ে যেতে পারে আধ্যাত্মিক সন্ত্রাস
আমাকে আর মানুষ বলনা
জলনুড়ি হক আমার নাম
মেঘের সাথে শিশুসুলভ মৌনতাই আমার কাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন