শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

শান্তির আশায়

শান্তির আশায় ঘরমুখো পাখি নেমে আসে রাস্তায় রাস্তায়
শান্তির আশায় মন ভেঙে পড়ে কান্নায় কান্নায়
শান্তির আশায় মেঘ থেকে বৃষ্টি নামে নিয়মের নামাতায়
এক ঠুঙা বাদাম
এক মুঠো হৃদয়
কিছু পলাতক অধিকার ঘর থেকে ঘরে পালিয়ে বেড়ায়
শান্তির আশায় একটা রাতের ঘুম অযথা কেটে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন