মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

কোথাও চলে যাওয়া দরকার

খুব দরকার
ভেতর থেকে দরকার
একদম দরকার
এখুনি দরকার

যেখানে মানুষ নেই, যেখানে মাটি নেই, যেখানে সময় নেই, নেই কোনো আবাদি আদেশ উপদেশ অনুরোধ।

কোথাও চলে যাওয়া দরকার

খুব করে দরকার
লাল পতাকার মতো দরকার
সবুজ গাছের ছায়ার মতো দরকার
আজই দরকার

কাল বলে কোনো কথা নেই, কাল এক ফাসিক ইতিহাস, অতীত মুনাফিক, বর্তমানের ভেতর চাষ করি নগদ বীজ, বীজ থেকে শুন্যতার মিছিল-- তারপর ফসল।

এই তো ভালো ফসলে ফসলে নেহাল প্রেম
এই তো সুন্দর সকলে সকালে প্রিয়তমা

রাজহাঁস নৌকা চালায় জলে জলে-- তোমাকে আজকাল চায়ের কাপে দেখা যায় না-- অনেক অভিমান গভীর রাতের মতো আমার চোখে নামে-- তোমাকে দেখা যায় না-- প্রতিদিন প্রতিরকম হলে আমাদের শৈশব পাড়ায় কবিরাজ ডাকে-- কবিরাজ বউয়ের মতো চুড়ির ভাংতি শব্দ কানে আসে-- হৃদয়ে দেখা দেয় ঘাসফুল ভুল...

আলোকবর্ষের সাথে দেখা হয় রোজ
কথা হয় রোজ
বসা হয় রোজ

ভালোবাসার কথা বলতে গেলেই কেমন যেন সংসার সংসার ভাব-- গরীব দেওয়ানা বসে থাকে সীমানায়--  বেহতার বেহতার জীবনের আশায়।

আশার পেছনে ছুটে হারালাম হৃদয়, হৃদয়ের মালামাল-- গরীব হয়ে সংসার পেতেছি ঘরে নুন নাই, মনে নুন নাই-- ছায়াময়ী রোদ হয়ে গেলে আমি চলে যাই সীমানায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন