বাতাসে তাল দিলে হাওয়ার গতি বদলে যায়-- হাত নড়ে হাওয়ার গতি মোতাবেক-- রান্নাবান্না হচ্ছে না তবুও ভাত প্রয়োজন-- গল্প কী আর গল্প হবে যখন ভাত নেই পেটে?
তোমার আবেগ প্রকাশের সময় নাই
তাহার আবেগ প্রকাশের সময় নাই
তাহাদের আবেগ প্রকাশের সময় নাই
যেটুকু ভদ্রলোকের মতো বলা যায় সেটুকুতে মানুষের সময়, সেটুকু আমাদের সমাজ, সেটুকু আমাদের কল্পনা
স্বামীপ্রেম
ঘরপ্রেম
পরিবারপ্রেম
হানিমুন মোহ থাকে না, থাকে না দীর্ঘদিন, মগজে বড়ই গরীব আমরা।
কালকে শুনানি হবে-- মানুষের পাড়ায় দেখা দিবে রাজনৈতিক অসুখ।
অসুখ মানে সুখ নেই এমন
অসুখ মানে সর্বনামহীন নেটওয়ার্ক
অসুখ মানে হৃদয়হীন যোগাযোগ
অসুখ মানে গুটিবাজ রংবাজ
অসুখ মানে প্রেমহীন আওয়াজ
অসুখ মাথায় উকুনের বসবাস-- তেলহীন মাথায় যতসব চিরুনির কাজ-- দেশের ভেতর পুরাতন অভ্যাস-- অভ্যাসে স্বাভাবিক মানুষের ঘর-- অভ্যাসে প্রানীকুল নারী আর নর।
তোমার আবেগ প্রকাশের সময় নাই
তাহার আবেগ প্রকাশের সময় নাই
তাহাদের আবেগ প্রকাশের সময় নাই
যেটুকু ভদ্রলোকের মতো বলা যায় সেটুকুতে মানুষের সময়, সেটুকু আমাদের সমাজ, সেটুকু আমাদের কল্পনা
স্বামীপ্রেম
ঘরপ্রেম
পরিবারপ্রেম
হানিমুন মোহ থাকে না, থাকে না দীর্ঘদিন, মগজে বড়ই গরীব আমরা।
কালকে শুনানি হবে-- মানুষের পাড়ায় দেখা দিবে রাজনৈতিক অসুখ।
অসুখ মানে সুখ নেই এমন
অসুখ মানে সর্বনামহীন নেটওয়ার্ক
অসুখ মানে হৃদয়হীন যোগাযোগ
অসুখ মানে গুটিবাজ রংবাজ
অসুখ মানে প্রেমহীন আওয়াজ
অসুখ মাথায় উকুনের বসবাস-- তেলহীন মাথায় যতসব চিরুনির কাজ-- দেশের ভেতর পুরাতন অভ্যাস-- অভ্যাসে স্বাভাবিক মানুষের ঘর-- অভ্যাসে প্রানীকুল নারী আর নর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন