শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

শহরে

শহুরে জীবনে জিকির যার যার
ডেন্টাল তাকওয়া মাছের খামার
রাতের শহরে নামে কর্পোরেট আমল
কলসির জল এখন প্লাস্টিকের বোতল
মাছ ছিল
ভাত ছিল
ছিল আলু আর পটল
ছিপহীন মাছহীন আমার জীবন, আমার ঘরে নামে জোছনা কমল
কাল তুমি আসবে-- বাঁশ বনে ডাকবে
যতসব অভিমান জলে জলে ভাসবে
ভেসে যাবো
ভেসে যাবে
কথা হবে
কথা রবে
মুখোমুখি চোখাচোখি যাপিত জীবন
প্রায় শহর লিথুনিয়ায় আমার মরন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন