শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

নিথুয়া

নিথুয়া দেহের ভেতর কারখানা-- সমাজ ভাবনা
মহুয়া সুখ বাঘ মাসের পূর্নিমা-- সমাজ ভাবনা

সমাজ ভাবনার ভেতর হাজার হাজার শ্রমিক বাস করে
আলোর কাফনে সাজানো প্রেমের পালকি
গাজি কালো হক মওলা রবে সমাজ ভাবনার সুপারম্যান

বনে বনে মজনু
মনে মনে লায়লি

লায়লি মজনু গল্প হলেও আমরা পূজা করে সুখ পাই

আমার ভেতর কিছু প্রিয়তমা অন্ধকার ছাড়া কিছুই নেই
তুমিও সূর্যের আলোয় অন্ধকার মেখে পথ থেকে সরে যাও
বারবার সরে যাও
অনেকবার সরে যাও এবং অমলের মতো পথচারী সুখ হৃদয়ে রাখো-- ভালো আছো?

একহাত বাংলাদেশ ভালো আছে রক্তের ভেতর।

ভাষার এজেন্সি নিরুপমা ফ্যান্টাসি-- ধূসর হয়ে আসে সমাজের ভাবনার রঙে

আরও গল্প হবে

সিগারেটের শেষ টান থ্রিডি মনিটরের এককোনা প্রান

আরও গল্প হবে
মাছ হবে
গাছ থেকে অনিমেষ ভাবনা

আমি হব মাঘের জোছনার সাইডুলি স্রোত, ফাল্গুনে গুনগুন--  বসন্ত এসে গ্যাছে-- তুমিও ফিরে গ্যাছে হলে আমার জিহ্বার পাতায় কিছু মানবিক কালি রেখে-- সময়ের মতো আমিও অর্পনার হাতে-- বসন্ত এসে গ্যাছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন