যে স্কুলে তুমি পাঠদান করো সেই স্কুলে একটি শিশু আছে যে তোমার প্রেমিক।
অসংখ্য শিশুর মাঝে একটি শিশু।
কথা বলেনা, তৈরি করা প্রশ্নের উত্তর দিতেও আসেনা। চুপিসারে কেবল তোমার কথার ঘ্রাণ নেয়, তোমার শাড়ির বাঁকে ঝুলন্ত যৌবন দেখে, অনিত্য যৌবন।
শাখা- প্রশাখাহীন প্রাকৃতিক লতার মতো তোমার দৃষ্টি শিশুদের দুনিয়ায় সূর্যরশ্মি হলেও শিশুটির কাছে তা প্রেমরশ্মি। প্রেমরশ্মির উদার জলে শিশুটি নৌকা চালায়। শিশুটি তোমার মনদরিয়ার মাঝি।
পৃথিবীর চোখ তাকে দেখতে পায়না। তার শব্দের অর্থ খুঁজে পাওয়া যায়না পৃথিবীর অভিধানে।
তোমার চোখেও কী পৃথিবীর রক্ত?
জিউস সুনীল আঁচলে টান দিয়েছে বহুবার, পৃথিবীকে বানিয়েছে শ্বশুরালয়।
কৃষ্ণ, নারীর জলে স্নান করে পবিত্র হয়েছে, হয়েছে ভগবানের অবতার।
দেবী পৃথিবীতে নেমে আসেনি প্রেমিকের খোঁজে।
স্বরসতী, তুমি তো দেবী!
তাকাবে একবার ছোট্ট ছেলেটির দিকে, একবার কেবল প্রেমিকার চোখে।
সম্মতি থাকলে,
নিয়ম ভঙ্গ হবে অনিয়ম মেনে।
অসংখ্য শিশুর মাঝে একটি শিশু।
কথা বলেনা, তৈরি করা প্রশ্নের উত্তর দিতেও আসেনা। চুপিসারে কেবল তোমার কথার ঘ্রাণ নেয়, তোমার শাড়ির বাঁকে ঝুলন্ত যৌবন দেখে, অনিত্য যৌবন।
শাখা- প্রশাখাহীন প্রাকৃতিক লতার মতো তোমার দৃষ্টি শিশুদের দুনিয়ায় সূর্যরশ্মি হলেও শিশুটির কাছে তা প্রেমরশ্মি। প্রেমরশ্মির উদার জলে শিশুটি নৌকা চালায়। শিশুটি তোমার মনদরিয়ার মাঝি।
পৃথিবীর চোখ তাকে দেখতে পায়না। তার শব্দের অর্থ খুঁজে পাওয়া যায়না পৃথিবীর অভিধানে।
তোমার চোখেও কী পৃথিবীর রক্ত?
জিউস সুনীল আঁচলে টান দিয়েছে বহুবার, পৃথিবীকে বানিয়েছে শ্বশুরালয়।
কৃষ্ণ, নারীর জলে স্নান করে পবিত্র হয়েছে, হয়েছে ভগবানের অবতার।
দেবী পৃথিবীতে নেমে আসেনি প্রেমিকের খোঁজে।
স্বরসতী, তুমি তো দেবী!
তাকাবে একবার ছোট্ট ছেলেটির দিকে, একবার কেবল প্রেমিকার চোখে।
সম্মতি থাকলে,
নিয়ম ভঙ্গ হবে অনিয়ম মেনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন