শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

না দেখি উপায়

মুক্তির মাঝে যে আত্মা থাকে সে কেন মুক্তি খোঁজে? প্রেমের মাঝে যে আত্মা থাকে সে কেন কাম খোঁজে?
দয়াল, সবই যে তোমার খেলা।
তুলে ধর আমারে আমি যে অবলা। ত্রিবেণীর হাঁটে রাধামন কঙ্কালে জঙ্গল, বাঘের বাজারে হরিণী আমি, না চিনি মঙ্গল-অমঙ্গল। টেস্টটিউবের যুগে আমার সনাতনী মন। বৃষ্টির জন্য হাত তোলে  বসে আছি দয়াল, ফেটে চৌচির কৃষিজমি আমার, কবে পাবো তোমার দর্শন! দয়াল,  তোমার দর্শন যে পলকহীন পুলক, অন্তরের অন্তত বোধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন