বাড়ি বলতে আমরা যা বুঝি মূলত তা বাড়ি নয়। এটি একটি বসবাসের জায়গা যেখানে কেউ বসবাস করত এবং কেউ বসবাস করবে। প্রত্যেক ব্যক্তির নিজস্ব বাড়ি তার শরীর। এই বাড়ির একমাত্র বাসিন্দা ব্যক্তি নিজেই। বাড়িটির পাহারাদারের নাম মন।
মন যতদিন তার দায়িত্ব যথার্থভাবে পালন করে ততদিন বাড়িটি নিজ মহিমায় অবস্থান করে। বাড়িওয়ালা আর পাহারাদারের মধ্যে একটি অভেদ্য সম্পর্ক আছে।এই অভেদ্য সম্পর্কের নাম প্রেম।
প্রেম আদি, প্রেম অন্ত, প্রেমই হয় মূল
প্রেম গাছ, প্রেম পাতা, প্রেমে হয় ফুল
মন যতদিন তার দায়িত্ব যথার্থভাবে পালন করে ততদিন বাড়িটি নিজ মহিমায় অবস্থান করে। বাড়িওয়ালা আর পাহারাদারের মধ্যে একটি অভেদ্য সম্পর্ক আছে।এই অভেদ্য সম্পর্কের নাম প্রেম।
প্রেম আদি, প্রেম অন্ত, প্রেমই হয় মূল
প্রেম গাছ, প্রেম পাতা, প্রেমে হয় ফুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন