মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

আর্টিকেল

হাসান রাসেল। পেশায় সাংবাদিক। বয়স ত্রিশ। বিয়ে করার জন্য পাত্রী খুঁজছে। বিভিন্ন মাধ্যমে লোক নিয়োগ করা হলো যাতে তার ছাঁচের একটি বউ পাওয়া যায়। বউটাকে অবশ্যই পর্দানশীল হতে হবে। দেখতেও পরী টাইপের।  কষ্ট সহিষ্ণু ও প্রেরণাদায়ক। আর হে,  পাত্রীর কোনো বন্ধু থাকা চলবে না। তার বিশ্বাস মেয়েদের কোনো ছেলেবন্ধু থাকতে পারেনা। ছেলেবন্ধু মানে অন্য কিছু ; একটি গোপন কথা ছিল বলবার বন্ধু সময় হবে কী তোমার-- এই জাতীয় ঘটনা।

এতো শর্ত মেনে পাত্রী পাওয়া যায়! তাছাড়া মাল্টিমিডিয়ার যুগ। আট ক্লাস পার হওয়ার আগেই আটটা ব্রেকআপ।
তারপরও চেষ্টা থেমে নেই। কানাডিয়ান মামা দেশে আসলেন। তিনি তার জন্য এক বিশেষ পাত্রীর ব্যবস্থা করলেন। বিশেষ বললাম এই কারনে যে পাত্রী পঞ্চম শ্রেণীর ছাত্রী।

আমরা সবাই আকাশ থেকে নামলাম।

মামা,  কী কথা শুনাইলেন?

মামা বললেন,  সমস্যা নেই, চলবে। মেয়ের আর্টিকেল ঠিক আছে।

আর্টিকেল!

আর্টিকেল শব্দটি আমাদের বন্ধুমহলে নতুন আমদানি হলো। শব্দটি বেশ রসদায়ক। সেইদিন রাতে শব্দটি নিয়ে আমাদের রুমে হাসির ঢল নামে। হাসতে হাসতে মাতাল হওয়া যায় প্রথম উপলব্ধিতে আসে। মাতাল হতে হতে আবারো অনুধাবন করি--

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন