বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

দরজার মতো দেখায়

জানালা দরজা নয়
দরজার ছোট বোন
জানালাটা আমার খুব চেনা
একদম মনের কাছের কোনো কথা
আজকাল কথাগুলো ব্যথা হয়ে যায়
ব্যথার আলিফ- লায়লায় যদি সিন্দবাদ হতে পারতাম
উত্তরাধিকার সম্মানে পেতাম জাদুর তরবারি
আমাকে কেটে ভাসিয়ে দিতাম নীল দরিয়ায়
জল থেকে বাষ্প, বাষ্প থেকে বৃক্ষ
এইভাবেই একদিন জানালা হতাম
জানালা দরজা নয়
দরজার মতো দেখায় কেবল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন