অকারণে প্রেম হয়ে যেতে পারে। প্রেম দৃশ্যমানভাবে অকারণেই হয়। অকারণে হয়ে যাওয়া প্রেমকে কারণ করে তুলতে ভাবতে হয় বারবার ভাবতে হয় তারপর ভাবতে হয় অতঃপর ভাবতে হয় এবং ভাবতে হয় তারপর ভাবতে হয় আবার ভাবতে হয়।
প্রেমে পড়ে কবিতা লেখা আর কবিতাকে নিয়ে সংসার করা এক কথা না।
যাদের অনেক সম্পদ যারা পোশাক পরিবর্তনের মতো প্রেমিক প্রেমিকা পরিবর্তন করে তাদের হিসাব আলাদা।
আমরা যারা গরীব ঘরের সন্তান। আমরা যারা একটা পোশাক ক্রয় করার আগে অনেকবার ভাবি মানে ক্রয়কৃত পোশাকটা দিয়ে ইদের নামাজ পড়তে পারব তো বা কোন বিশেষ অনুষ্ঠানে যেতে পারব তো, তাদের ভাবতে হয় বাধ্য হয়ে ভাবতে হয় সংসারটা কার সাথে হবে আর কার সাথে হবে না।
প্রেম করার এখনই সময়, নতুবা আয়ু কমে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে!? বিয়ে বয়স আটকে ফেলে? মানে বিয়ে করলে কেউ আর বৃদ্ধ হয় না?
মিয়া ভাই, হরিণ বাড়িতে আনার আগে একবার ভেবে দেখুন তো হরিণকে লালন-পালন করার প্রপার জায়গা আপনার বাড়িতে আছে কিনা। ভাবো। খুব ভালো করে ভাবুন।
একটা সংসার টিকিয়ে রাখার জন্য তিনটি বাধ্যতামূলক বিষয়ের দিকে নজর দিতে হয়।
বিশ্বাস।
মমতা।
অর্থনৈতিক মুক্তি।
এ তিনটা বিষয়ের কোনো একটার ঘাটতি বাজেট হলে সংসারের ঠিকানা পাবনার পাগলা গারদে।
সংসার করে কতজন জান্নাতে চলে গেছে, কাউকে জাহান্নামে থাকতে আমি বলছিনা। শুধু বলছি জান্নাতে যাওয়ার উপায়টা জেনে নিয়েন। জাহান্নাম কোন ভয়ের বিষয় নয়। জান্নাত কোন পুরস্কারের বিষয় নয়। দুটিই মানসিক স্তরের দুটি ভিন্ন নাম।
প্রেমে পড়ে কবিতা লেখা আর কবিতাকে নিয়ে সংসার করা এক কথা না।
যাদের অনেক সম্পদ যারা পোশাক পরিবর্তনের মতো প্রেমিক প্রেমিকা পরিবর্তন করে তাদের হিসাব আলাদা।
আমরা যারা গরীব ঘরের সন্তান। আমরা যারা একটা পোশাক ক্রয় করার আগে অনেকবার ভাবি মানে ক্রয়কৃত পোশাকটা দিয়ে ইদের নামাজ পড়তে পারব তো বা কোন বিশেষ অনুষ্ঠানে যেতে পারব তো, তাদের ভাবতে হয় বাধ্য হয়ে ভাবতে হয় সংসারটা কার সাথে হবে আর কার সাথে হবে না।
প্রেম করার এখনই সময়, নতুবা আয়ু কমে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে!? বিয়ে বয়স আটকে ফেলে? মানে বিয়ে করলে কেউ আর বৃদ্ধ হয় না?
মিয়া ভাই, হরিণ বাড়িতে আনার আগে একবার ভেবে দেখুন তো হরিণকে লালন-পালন করার প্রপার জায়গা আপনার বাড়িতে আছে কিনা। ভাবো। খুব ভালো করে ভাবুন।
একটা সংসার টিকিয়ে রাখার জন্য তিনটি বাধ্যতামূলক বিষয়ের দিকে নজর দিতে হয়।
বিশ্বাস।
মমতা।
অর্থনৈতিক মুক্তি।
এ তিনটা বিষয়ের কোনো একটার ঘাটতি বাজেট হলে সংসারের ঠিকানা পাবনার পাগলা গারদে।
সংসার করে কতজন জান্নাতে চলে গেছে, কাউকে জাহান্নামে থাকতে আমি বলছিনা। শুধু বলছি জান্নাতে যাওয়ার উপায়টা জেনে নিয়েন। জাহান্নাম কোন ভয়ের বিষয় নয়। জান্নাত কোন পুরস্কারের বিষয় নয়। দুটিই মানসিক স্তরের দুটি ভিন্ন নাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন