শনিবার, ৪ এপ্রিল, ২০২০

কোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে

ভেতর বাহির তালা
আয়ু চাবি খোলা
জীবন দেখি জগত দেখি দেখি না তোমারে
কোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।।

কোকিল ডাকে ডালে ডালে
মন নাচে তালে তালে
তুমি চলো মন কমলে
দেখি না তোমারে
কোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।।

ভোরের আলো ফুটে
কৃষক যায় মাঠে
কৃষাণী কলসি কাঁখে নদীর জলে
কোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।।

ফুল ফোটে গাছে গাছে
ভ্রমরা ফুলে ফুলে
জোছনা হেলে দুলে নদীর জলে
কোথায় আছো কেমন আছো প্রানো বন্ধুরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন