শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

স্রোতহীন জয়হীন আকাশের ভাসমান মেঘ

কোন মায়ায় ধরবে তুমি জীবন?
আলো রেখার মতো অলাতচক্র বারবার জাল
ফেলে থাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ

আমাদের ঘর হওয়ার কথা
আমাদের একটা ব্যক্তিগত নদী থাকার কথা
আজ আমরা দূরাগত তারা

পরিণীতা কাল আসবে তো?
ভোরের আলোয় গ্রামের পথ ধরে হাঁটবে তো?

কোকিলডাকা ভোর
সকাল হয়ে আসা অপেক্ষা
নির্জনতা ডাকে তোমায়

দূরাপনা, তোমাকে অর্থগত শব্দের ভেতর
 খুঁজে পাই না, সরিষা ফুলের মতো হারিয়ে যাও
মিশে যাও মিলিয়ে যাও শাড়ির ভাঁজে ভাঁজে।

এগিয়ে যাচ্ছে পৃথিবী
পৃথিবী ক্রমাগত এগিয়ে যাচ্ছে সাগরের দিকে

পুরাতন বাড়িটা পুরাতন রয়ে গেল
শ্যাওলা পড়েছে তার উপর
মানুষ অসহায় হলে মেঘও আকাশহীনা দলছুট

আদি মানবের ভুল এখনও মানুষ বয়ে বেড়ায়
মেঘ আর বৃষ্টির দূরত্বে আমরা
বৃষ্টি হলে চোখ চেয়ে থাকে কড়তাঘরে
ঘুরপাক নিয়তি কোয়ারেন্টাইন সময়
বজ্রপাত শিলাবৃষ্টি মানুষের মৃত্যু
আমরা এখনো দূরের তারাদের দেশে
গন্ধরাজ বেলীফুল কাঁঠালপাতা ডালিয়া
আকাশ পরিষ্কার হলে বর্ণহীন গন্ধহীন ভালোলাগা

মেঘের আশায় বসে থাকে মুর্শিদমন
পৃথিবীর উপরে ছায়াবাজ পুতুল
মানুষের উপরে ফড়িংয়ের ঘর-- লাল নীল
হলুদ সবুজ আর শুভ্র ঘুরপাক

হিংসাও খেলা
রাগও খেলা
ভালোবাসাও খেলা
ঠোঁটের ডগায় কাঁপতে থাকা থরেবিথরে কামবোধ
যোনির ভিতর শিশ্নমানব ঘরবন্দী সময়

সব কিছু-- ভালো কিংবা মন্দ আয়োজন কিংবা
বিয়োজন--- দেহগাড়ির এক একটি চাকা

চাকা চলবে গাড়ি চলবে
গাড়ি চলবে চাকা চলবে
চাকা থামবে গাড়ি থামবে

না বুঝেও ছক্কার চাল দিতে হয়
বুঝলেও ছক্কার চাল দিতে হয়
কেবল চেয়ে থাকে মুর্শিদমন
কোয়ান্টাম ফিজিক্স ক্যালকুলাস উদাস উচাটন

মুর্শিদ চরণে বসে থাকি গো মুর্শিদ চরণ
পৃথিবীর নিয়মে কাছে এসে
পৃথিবীর নিয়মে আজ দূরে

অনুবাদ জীবন
অনুসরণ অনুকরণ
প্রাকৃতিক জীবন
অনুকরণ অনুসরণ
চড়ুইপাখির আশাও তুচ্ছ নয় তবে

জয়ে জেনো দেখা হবে
পরাজয়ে জেনো দেখা হবে
দেখা হবার আশায় নৌকা চালায় মুর্শিদ আমার
নৌকা চালাবে বলে নৌকা চালায় মুর্শিদ আমার

তোমার চরণে বসে থাকি মুর্শিদ গো
আচরণে তুলে নিও দয়া করে
দয়ার গুণে রাহমান রাহিম আজিমুশ্মান
হাতের উপরে হাত
ভাটার উপরে উজান
ঘরের উপরে ঘর
শিবের উপরে পার্বতী মানুষের গান

খেলা শেষ হলে নির্জনমাঠ দর্শকশূন্য
হাততালি নেই বিজয়ের উল্লাস নেই
নেই পরাজয়ের গ্লানি
বসে থাকা কেবল বসে থাকা
হাতপাখা কেবল হাতপাখা
মানুষের নিরাপত্তা কেবল মানুষ
মানুষের ঔষধ কেবল মানুষ
কাগজের নৌকা করে চলছে তারা সাগরের উত্তাল ঝড়ে

মানুষ পারে আত্মঘাতী হয়ে যেতে থরেবিথরে
পরকাল মানে বহুদিন পরের কাল
না না অবশ্যই না
পরকাল মানে এক মিনিট অথবা একশ বা তারও পরের কাল

আগামীকালই পরকাল
আগামী সপ্তাহই পরকাল
আগামী মাসই পরকাল
আগামী বছরই পরকাল
মূর্তিসত্য বলে কিছু নেই
সবই বীজ আর ফসলের খেলা
যেমন বীজ তেমন ফসল
যেমন ফসল তেমন বীজ

মুর্শিদ আমার পরকাল ত চোখের কোণা
মুর্শিদ আমার পরকাল ত দৃষ্টির সীমা

ডাঙায় উঠবে নাকি
নাকি ডাঙায় উঠাবে তরী
ভাবো মন ভাবো তাড়াতাড়ি
কোন মায়ায় ধরবে তোমার মন?

কবি ত সবই জানে গন্ধরাজ সময়ের ফুল
ক্ষমা চেয়ে ফিরে তাকাও কেটে যাবে আঁধার অতুল
সময়ের উপরে সময় পয়গম্বরধরা রাতুল

চামাখা জীবন মাটির ঘরে
কে বুনে দিবে ফুল মাটির পাথরে?
ভালোবেসে ফেলো খোদার কুদরত
ভালোবেসে যাও প্রকৃতির শাষণ

ওগো ভালোবাসা ঘরমুখো তালগাছ
একপায়ে আর কতকাল
বলো সমাজটা আমার
বলো পৃথিবীটা আমার
ছোট বড় নয় মানুষ সমগ্র আমার।

ডাক্তার মারা যাচ্ছে মারা যাচ্ছে ভগবান
মুরগির খামারে ঢুকে যাচ্ছে মানুষ
জীবন এমন তোলপাড়
বলো মানুষ তারপরও বলো
পৃথিবীটা আমার
একঘরে বসবাস
                একবোধে একাকার
উঁচুনিচু নেই
            নেই কোনো মানুষের আকার প্রকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন