যৌবনরাতে বৃষ্টি নামে রিনিঝিনি টুপটাপ মুষলধারে
ও আমার যৌবনপ্রিয়া পাখি নেমে আসো আমার অন্তশীলা কৃষি বুকে-- উড়াও আমায় আকাশের সীমানায়
মেঘবতী রাতের সাথে গল্প হোক-- একটা রাতের গল্প জ্যোতিপাত গদ্যময় শহরে
টেমস নদীর প্রেম
সিঙাড়া সিঙাড়া স্তন
কাগজের নৌকা দরজা থেকে দরজায় পালিয়ে বেড়ায়
সুখ নাই সুখ নাই বহুমুখী সমবায় সমাজজেল
কে যেন গোপনে বিলায়
গোপন জালেও গোপন থাকে না ইচ্ছাতীর
সব কিছু ছেড়ে সব কিছু ভুলে
আহো না মইজা যাই ডুইবা যাই গভীরে আরও গভীরে ধানক্ষেতের বারান্দায়-- জীবন দেখি তোমার ভেতরে আমার
আমার ভেতরে তোমার
ও আমার যৌবনপ্রিয়া পাখি নেমে আসো আমার অন্তশীলা কৃষি বুকে-- উড়াও আমায় আকাশের সীমানায়
মেঘবতী রাতের সাথে গল্প হোক-- একটা রাতের গল্প জ্যোতিপাত গদ্যময় শহরে
টেমস নদীর প্রেম
সিঙাড়া সিঙাড়া স্তন
কাগজের নৌকা দরজা থেকে দরজায় পালিয়ে বেড়ায়
সুখ নাই সুখ নাই বহুমুখী সমবায় সমাজজেল
কে যেন গোপনে বিলায়
গোপন জালেও গোপন থাকে না ইচ্ছাতীর
সব কিছু ছেড়ে সব কিছু ভুলে
আহো না মইজা যাই ডুইবা যাই গভীরে আরও গভীরে ধানক্ষেতের বারান্দায়-- জীবন দেখি তোমার ভেতরে আমার
আমার ভেতরে তোমার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন