মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

একটু আগে

মানুষ তার সাথেই প্রতিযোগিতা করে, হিংসা করে, দ্বন্দ্ব করে, নিন্দার জাল বিস্তার করে যাকে হাত দিয়ে ধরা যায়। যে হাতধরার বাইরে থাকে তাকে মানুষ পূজা দেয়। পূজা দেয়া এবং প্রহার করা দুইটাই মানুষের হাতের ব্যাপার।

মানুষ পারে মানুষ পারে যে হাত দিয়ে পূজা দিতে সেই হাত দিয়ে প্রহার করতে। অথচ তারা বাম হাত দিয়ে খায় না। কারন বাম হাত দিয়ে মল পরিষ্কার করা হয়। মল পরিষ্কারের হাত দিয়ে খাবার না খাওয়া গেলেও প্রার্থনা করা যায়-- হয়তো খাবারের চেয়ে প্রার্থনা উত্তম নয় সেই কারনে।

মানুষ হাতে লেগে থাকা ময়লা পরিষ্কার করে।  মানুষ পরিষ্কার করে না হাতে লেগে থাকা দুর্নীতির ময়লা। কারন চোরকে গালি দিলেও মানুষ চুরি করতে আরামবোধ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন