শনিবার, ৯ জুন, ২০১৮

মাছ নয় বড়শি

আপনি যে অনেক টাকার মালিক হয়েছেন তা জাতি কেমনে জানবে? অথবা আপনার যে একটা উপকারী মহান মন আছে তা মিডিয়া কেমনে জানবে?

সহজ। একদম সহজ।।

ইদে, পূজায়, বড় দিনে কিংবা অন্য যে কোনো বরকতময় দিনে খুচরো জামা কাপড় কিনেন আর তা শোষিতদের মাঝে বন্টন করে দেন।

অথবা কনকনে শীতে শোষিতদের মাঝে কম্বল কিনে অথবা গরম কাপড় কালেকশন করে বিতরন করেন। ব্যস হয়ে গেলো-- আপনি মহান দানবির অথবা মহান মনের মানুষ হয়ে যাবেন।

জনাব, শোষিতদের আর কত মাছ দিবেন!? এবার বড়শিটা দিয়ে দেন না, বড়শি পেয়ে তারাও আপনার মতো শোষক হয়ে ওঠুক, একবেলা মাছ দিয়ে সারা বছর মাছ খাওয়ার লালুস না দেখালে হয় না....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন