মিস্ত্রি বানায় ঘর
মালিকে অনেক পর
মালিকই ঘরের আবার আপনজন
মিস্ত্রি চিনে মন সিজদা কর।।
তুফানে কাঁপে ঘর
মালিকের লাগে ডর
কখন জানি ঘর তার ভেঙ্গে যায়
মিস্ত্রির তাতে কোনো দায় নাই।।
ঘরের পাশে হাছনাহেনা
গন্ধে তার ঘুম আসে না
মালিকের মনে লাগে মধুডর
সাপ এসে কখন বলে মররে মর।।
মিস্ত্রি কাঠ চিনে
চেনা কাঠে পেরেক মারে
বাতাসে আওয়াজ তুলে থর থর
মিস্ত্রি চিনে মন সিজদা কর।।
মালিকে অনেক পর
মালিকই ঘরের আবার আপনজন
মিস্ত্রি চিনে মন সিজদা কর।।
তুফানে কাঁপে ঘর
মালিকের লাগে ডর
কখন জানি ঘর তার ভেঙ্গে যায়
মিস্ত্রির তাতে কোনো দায় নাই।।
ঘরের পাশে হাছনাহেনা
গন্ধে তার ঘুম আসে না
মালিকের মনে লাগে মধুডর
সাপ এসে কখন বলে মররে মর।।
মিস্ত্রি কাঠ চিনে
চেনা কাঠে পেরেক মারে
বাতাসে আওয়াজ তুলে থর থর
মিস্ত্রি চিনে মন সিজদা কর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন