শুক্রবার, ৮ জুন, ২০১৮

নিশ্চুপ ফল

প্রতিটা ফল শাড়ি পরিধান করে, শাড়ি আস্তে আস্তে খুলতে হয় তারপর খেতে হয়।।

তারপর তিনি বললেন "না না, প্রতিটা ফল পর্দাশীল, তাইতো তাকে খাওয়ার ইচ্ছা জাগে"।।

খাওয়ার ইচ্ছাটা আমাদের মনে তাই তাকে আস্তেধীরে খাই আর কি।।

তারপর তিনি বললেন "খাওয়া একটা প্রয়োজন, প্রয়োজনকে এতো যুক্তিতর্কের মোড়কে আটকানো যায় না জনাব"।।

ফলের উপরের অংশের চেয়ে ভেতরের অংশ নরম, নরম অংশে আমাদের দাঁত আরাম পায় বেশ।।

এবং তিনি বললেন "যা দেখা যায় তারচেয়ে যা দেখা যায় না তার প্রতি আমরা আকর্ষনবোধ বেশি করি"।।

ফল নিশ্চুপ! ফলের জীবনের উপর কেবল মৃত্যু ঢলে পড়ে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন