আমাদের টিনের চাল। বৃষ্টি নামে আরামে আরামে।কত সুখ আমাদের! আমাদের জানালায় খোলা মাঠ। সবুজ খেলা করে আরামে আরামে। কত সুখ আমাদের!
আমাদের উঠোনে নদী মেঘনা। সুখমাছ উঠে আসে রান্নাঘরে। কত সুখ আমাদের! বিরাট বিল্ডিং নির্মানে আশায় আমরা রাতের ঘুম হারাম করি না, বাজারের বড় মাছ কেনার নেশায় কাউকে ঠকানোর স্বভাব নেই আমাদের। কত সুখ আমাদের! আমাদের বারান্দায় গন্ধফুল, আমাদের মাটিতে উর্বর খাবার। ফুলে ফলে আমাদের দিন আসে রাত যায় আরামে আরামে। কত সুখ আমাদের! আমাদের গাভী দুধ দেয় উজার করে, আমাদের ষাঁড় দেয় লাল কালারের মাংস। দুধে আর মাংসে আমাদের আরামের বছর ঘুরে। কত সুখ আমাদের! আমাদের শীতল পাটিতে ঘুমের প্রশান্তিতে কামড় বসায় এন্টিবায়োটিক পিঁপড়া। তবু কত সুখ আমাদের!
আমাদের উঠোনে নদী মেঘনা। সুখমাছ উঠে আসে রান্নাঘরে। কত সুখ আমাদের! বিরাট বিল্ডিং নির্মানে আশায় আমরা রাতের ঘুম হারাম করি না, বাজারের বড় মাছ কেনার নেশায় কাউকে ঠকানোর স্বভাব নেই আমাদের। কত সুখ আমাদের! আমাদের বারান্দায় গন্ধফুল, আমাদের মাটিতে উর্বর খাবার। ফুলে ফলে আমাদের দিন আসে রাত যায় আরামে আরামে। কত সুখ আমাদের! আমাদের গাভী দুধ দেয় উজার করে, আমাদের ষাঁড় দেয় লাল কালারের মাংস। দুধে আর মাংসে আমাদের আরামের বছর ঘুরে। কত সুখ আমাদের! আমাদের শীতল পাটিতে ঘুমের প্রশান্তিতে কামড় বসায় এন্টিবায়োটিক পিঁপড়া। তবু কত সুখ আমাদের!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন