সোনম কাপুর। আম্মা সোনম কাপুরের ছবি দেখলেন পত্রিকায়।
আইচ্ছা, বিলাডার নামে কাফুর আছে, সইললে কাফুর অত কম কেরে?
আমার মাথার ভেতর দিয়ে একটি লাল ট্রেন বয়ে গেলো।
আম্মা, যাদের নামের শেষে কামেল আছে দেখবেন কামের শেষে তারা অধিকাংশ জালেম।
আমার কথা শুনে আম্মা একটি মিষ্টি হাসি দিলেন। মায়ের হাসি সন্তানের জন্য কাবা শরীফ জিয়ারতের চেয়েও বরকতময়। সোনম কাপুর পর্যাপ্ত পর্দানশীল হলে এই প্রেমের মাসে আমি বিশেষ বরকতের অধিকারী হতে পারতাম না।
ধন্যবাদ সোনম কাপুরকে, ধন্যবাদ তাঁকে যিনি ডান হাতের সাথে বাম হাতের ব্যবস্থা রেখেছেন।
আইচ্ছা, বিলাডার নামে কাফুর আছে, সইললে কাফুর অত কম কেরে?
আমার মাথার ভেতর দিয়ে একটি লাল ট্রেন বয়ে গেলো।
আম্মা, যাদের নামের শেষে কামেল আছে দেখবেন কামের শেষে তারা অধিকাংশ জালেম।
আমার কথা শুনে আম্মা একটি মিষ্টি হাসি দিলেন। মায়ের হাসি সন্তানের জন্য কাবা শরীফ জিয়ারতের চেয়েও বরকতময়। সোনম কাপুর পর্যাপ্ত পর্দানশীল হলে এই প্রেমের মাসে আমি বিশেষ বরকতের অধিকারী হতে পারতাম না।
ধন্যবাদ সোনম কাপুরকে, ধন্যবাদ তাঁকে যিনি ডান হাতের সাথে বাম হাতের ব্যবস্থা রেখেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন