মঙ্গলবার, ২২ মে, ২০১৮

প্রিয়তমা রাষ্ট্র আমার

সমস্যার ভাইরাস সমাজে ছড়িয়ে দেন। তারপর যখন দেখবেন ভাইরাস ঠিকমতো কাজ করছে, মানে জনগনকে আক্রান্ত করছে, বুঝবেন আপনার ছড়ানো ভাইরাসে ভেজাল নাই।

তারপর আপনিই আবার এই ভাইরাস ধবংস করার জন্য কমিটি গঠন করেন, সাংবাদিক সম্মেলন করেন, স্কুল কলেজসহ গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে ভাইরাস সম্পর্কে সচেতন হতে আদেশলিপি প্রেরন করেন। জনগনকে দিয়েই আপনার ছড়ানো ভাইরাস জনগনের সমাজ থেকে তুলে নেন।

এমন কাজটি ধারাবাহিকভাবে করতে পারলে দেখবেন আপনি রাষ্ট্র হয়ে ওঠবেন। তখন আপনার রাষ্ট্রে আমরা নিয়মিত কর দিবো এবং আন্তরিক আনুগত্য প্রকাশ করবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন